• ঢাকা
  • বুধবার, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুরের স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উড়ে ১০ মার্চ 

ফরিদপুরের স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উড়ে ১০ মার্চ 

  ১০ মার্চ। ফরিদপুরের মাটিতে এদিনেই প্রথম উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা।

এই উপলক্ষে ফরিদপুরে প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হয় । 

 মঙ্গলবার বেলা ১১টার সময় ফরিদপুর শহরের জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 এর আগে জেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন করেন স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর ফরিদপুরের মুজিব বাহিনীর কমান্ডার, ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর। 

 মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের মুজিব বাহিনীর কমান্ডার শাহ মো. আবু জাফর, তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা সালাউদ্দিন আহম্মেদ, গোলজার হোসেনসহ তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। 

 শাহ জাফর বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধু’র ভাষনের পরে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের ছাত্র নেতারা সংগঠিত হয়ে ফরিদপুরে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়।

সেই সিদ্ধান্ত মোতাবেক শহরের অম্বিকা ময়দানে শাহ মো. আবু জাফরের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদের নেতাকর্মীসহ কয়েকশ’ত ছাত্র জনতা একসাথে পতাকা উত্তোলন করে। পরে একই দিনে ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়েও পতাকা উত্তোলন করে ছাত্র নেতারা। 

 মুজিব বাহিনীর কমান্ডার শাহ মো. আবু জাফর আরো বলেন, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে এধরনের আয়োজনের বিকল্প নেই। এসময় সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে সংবাদ কর্মীদের ভুমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করেন তিনি।

 

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।