শরীরের তাপমাত্রা বেশি থাকায় আখাউড়া সীমান্তে এক ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
শরীরের তাপমাত্রা বেশি হওয়ায় ৩০ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে মেডিকেল ডেস্কের চিকিৎসকেরা।
মঙ্গলবার দুপুরে তাঁকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ফেরত পাঠানো হয়।
আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে ভেতরে বাংলাদেশে মেডিকেল ডেস্কে থাকা চিকিৎসক ফাবিহা সিদ্দিকী প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টার দিকে ভারতের আগরতলা থেকে এক ভারতীয় যাত্রী বাংলাদেশে প্রবেশ করেন। তাঁর শরীরের তাপমাত্রা পরীক্ষা করে প্রথমবার ৯৯ দশমিক ৮৮ ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়।
পরে তাঁকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। ৩০ মিনিট পর আবার তাঁর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। তখন তাঁর শরীরের তাপমাত্রা ১০১ ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়। বাংলাদেশ এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। তাই তাঁকে নিজ দেশ ভারতের আগরতলায় ফেরত পাঠানো হয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেক পোস্টের উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, শরীরের তাপমাত্রা বেশি হওয়ায় ভারতীয় এক যাত্রীকে বাংলাদেশের আখাউড়া মেডিকেল ডেস্ক ভারতে ফেরত পাঠিয়েছে। এ বিষয়ে তারা বিস্তারিত বলতে পারবে।
জেলা সিভিল সার্জন শাহ আলম প্রথম আলোকে বলেন, ভারতের আগরতলা থেকে ওই যাত্রী বাংলাদেশে আসতে চেয়েছিলেন।
পর্যবেক্ষণে রেখে দুবার পরীক্ষা করে শরীরের তাপমাত্রা বেশি পাওয়ায় তাঁকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। তাঁকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।