চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের চরভদ্রাস উপজেলা সদরে বাদুল্ল্যা মাতুব্বর ডাঙ্গী গ্রামের মৃত কুটি খানের ছেলে শাহাদাত খান (৫৫) বুধবার বিকেলে বাড়ীর পাশে গোপালপুর পদ্মার ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছেন। তিনি ঢাকার ক্ষিলক্ষেত এলাকায় পোশাক শিল্পের ব্যাবসা করতেন। বুধবার ঈদ করার জন্য বাড়ীতে এসে পদ্মার ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে যাওয়ার পর নিখোঁজ রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত চরভদ্রাসন ফায়ার সার্ভিস ও ফরিদপুর ডবুরী দল ঘটনাস্থলে উদ্ধার কাজে ব্যাস্ত রয়েছেন।
জানা যায়, ঘটনার দিন বিকেল সাদে ৩ টায় শাহাদাত খান বাড়ীতে এসে নিজের ছেলে সিয়াম হােসেন (১৩) কে নিয়ে পদ্মার ঘাটে গোসল করতে নামেন। হঠাৎ কিশোর ছেলে পদ্মার পার থেকে একটু দুরবর্তী ¯্রােতে চলে গেলে তার পিতা দ্রæত ছেলেকে ¯্রােত থেকে টেনে এনে উদ্ধার করেন। কিন্ত ¯্রােতের পাকে পরে পিতা শাহাদাত খান পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান।
#
মোঃ মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর।
তাং-১০/০৪/২৪ইং।
০১৭২৪-২৫১৫৮৮