• ঢাকা
  • শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং
নাশকতা মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন সালথা উপজেলা বিএনপির চার নেতা

ফরিদপুর প্রতিনিধি:

নাশকতা মামলায় জামিনে মুক্তি পেলেন কারাগারে থাকা ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির চার নেতা।

মুক্তি পাওয়া চার নেতা হলেন- সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান, সহ-প্রচার সম্পাদক এ জেড এম মুনির, বিএনপি নেতা মো. তৌহিদ খান ও উপজেলা ছাত্রদল নেতা মো. নাঈম মিয়া।

তবে, এর মধ্যে বিএনপি নেতা মো. তৌহিদ খান জামিনে মুক্তি পাওয়ার পর অন্য একটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সকালে বিএনপির ওই চার নেতাকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহা. মামুন-অর-রশিদ মামুন।

এর আগে মঙ্গলবার (০৯ এপ্রিল) সকালে ১১টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী তাদের জামিন মঞ্জুর করেন।

গত মাসের ২১ মার্চ সালথার একটি নাশকতা মামলায় ওই চার নেতাকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহা. মামুন-অর-রশিদ মামুন বলেন, ‘ঢাকার মহামান্য হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন ওই চার নেতা। ছয় সপ্তাহের জামিন শেষে গত মাসের ২১ মার্চ সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন তারা। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অতঃপর গতকাল মঙ্গলবার (০৯ এপ্রিল) আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়। পরে আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। তবে, জামিনের পর তাদের মধ্যে বিএনপি নেতা মো. তৌহিদ খানকে অন্য একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’

প্রসঙ্গ, গত দ্বাদশ জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের ঝুনাখালীর চালতলা এলাকার একটি নাশকতা মামলার আসামি ছিলেন বিএনপির ওই চার নেতা।

প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
মোবা : ০১৭৪৪৪৮৫৩০০

তাং: ১০-০৪-২০২৪ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।