ভাঙ্গায় অবৈধভাবে মাটি খনন করায় ব্যবসায়ীকে জরিমানা
মোঃ রমজান শিকদার ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি-১০/০২/২৩
ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার দুপুরে অবৈধভাবে মাটি খনন করে পুকুর করার অপরাধে জনৈক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান জানান , ভাঙ্গা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক হামিরদী ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০,০০০/- টাকা অর্ধদন্ড করা হয়।
এ সময় উপস্থিত জনগণকে এরূপে অবৈধভাবে মাটি না কাটার ব্যাপারে সকলকে সচেতন করা হয়।