• ঢাকা
  • রবিবার, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ব্রিটে‌নের ছায়া শিশু বিষয়ক মন্ত্রী হলেন টিউলিপ

ব্রিটে‌নের ছায়া শিশু বিষয়ক মন্ত্রী হলেন টিউলিপ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাত‌নি ও ব্রিটিশ সংসদের এম‌পি টিউলিপ সি‌দ্দিক ব্রিটে‌নের ছায়া শিশু বিষয়ক মন্ত্রী প‌দে প‌দোন্ন‌তি পেয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় ভোররা‌তে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

টিউলিপ এত দিন শ‌্যা‌ডো আর্লি ইয়ারস মি‌নিস্টার হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন।

ব্রি‌টে‌নের সর্বশেষ নির্বাচ‌নে লন্ড‌নের হ্যাম্প‌স্টেড ও কিলবার্ন আস‌নে টানা তৃতীয়বা‌রের ম‌তো জয়ী হ‌ন ‌৩৮ বছর বয়সী এই সংসদ সদস্য।

ব্রি‌টে‌নের র‌য়েল সোসাই‌টি অব আট‌র্সের ফে‌লো টিউলিপ রে‌জোয়ানা সি‌দ্দিক ২০১৫ সা‌লে প্রথমবার সাংসদ নির্বাচিত হন।

লন্ডনে জন্ম নেয়া ক্যারিয়ার প‌লি‌টিশিয়ান টিউলিপ ১৬ বছর বয়‌সে লেবার পার্টির সদস্য হ‌য়ে যুক্ত হন ব্রি‌টিশ রাজনী‌তি‌তে। এম‌পি নির্বা‌চিত হওয়ার আগে টিউলিপ ক্যাম‌ডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বা‌চিত হন। ‌

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।