• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
সুস্থ হওয়ার পর আবারও করোনায় আক্রান্ত হচ্ছে দক্ষিণ কোরীয়রা

সুস্থ হওয়ার পর আবারও করোনায় আক্রান্ত হচ্ছে দক্ষিণ কোরীয়রা

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর আবারও এই ভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটছে। শুক্রবার দেশটিতে এ ধরনের ৯১ রোগীর সন্ধান পাওয়া গেছে।

কোরিয়া সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক জিয়ং ইয়ান-কিঅং সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রোগী পুনরায় সংক্রমিত হচ্ছেন না, বরং ভাইরাস পুনরায় কার্যক্ষম হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এর পেছনে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই ব্যাপারে তদন্ত চলছে।

দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ১০ হাজার ৪৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আর সুস্থ হয়েছেন প্রায় সাত হাজার মানুষ।

পুনরায় করোনায় আক্রান্তের বিষয়ে কোরিয়া ইউনিভার্সিটি গুরো হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক কিম উ-জু বলেন, ‘এই সংখ্যা কেবল বাড়ছে, ৯১ কেবল শুরু।’

অনেকে অবশ্য এর জন্য করোনা পরীক্ষা ব্যবস্থায় ত্রুটিকে দায়ী করছেন। আবার কেউ বলছেন, ভাইরাসটি হয়তো রোগীর দেহে নিস্ক্রিয় ছিল।

হ্যালিম ইউনিভার্সিটি স্যাকরেড হার্ট হাসপাতালের হৃদরোগ ওষুধ বিভাগের অধ্যাপক জাং কি-সাক বলেন, ‘ভিন্ন ব্যাখ্যা ও অনেক উপাদান থাকতে পারে। সরকারের এই প্রত্যেকটি উপাদান পরীক্ষা করা প্রয়োজন।’

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।