• ঢাকা
  • শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ ইং
প্রধানমন্ত্রী কর্তৃক সদরপুরে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫ম পর্যায়ের (২য় ধাপ) ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১১ জুন ২০২৪, মঙ্গলবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশব্যাপী ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষ্যে সদরপুর উপজেলা দরবার হলে উপজেলা প্রশাসন কর্তৃক গণভবনে আয়োজিত অনুষ্ঠানের লাইভ ভিডিও প্রদর্শনের আয়োজন করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিম, এলজিইডি কর্মকর্তা আবদুল মোমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমদে জামশেদ, কৃষি কর্মকর্তা লিটন রায়, ওসি (তদন্ত) মো: আনিসুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যানগণ, গৃহহীন পরিবারের সদস্য, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এ পর্যন্ত সদরপুরে মোট ৭১৮ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। এছাড়া আজকের অনুষ্ঠান শেষে ২০টি দুস্থ্য পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়।

মোঃ নুরুল ইসলাম
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
তারিখঃ ১১ /০৬/২০২৪ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।