ফরিদপুরে আনন্দ টিভির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ফরিদপুরে র্যালী,আলোচনা সভা ও কেক কেটে আনন্দ টিভির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
–
বুধবার সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ।
ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান ফরিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবা,সিনিয়র সাংবাদিক ও প্রথম অলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা । অনুষ্ঠান পরিচালনা করেন আনন্দ টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান।
এসময় উপস্হিত ছিলেন সাপ্তাহিক গনমনের নিবার্হী সম্পাদক এস এম তমিজউদ্দিন তাজ,ফরিদপুর বানীর সম্পাদক মুশফিকুর রহমান ঝান্ডা,ভোরের রানার বার্তা সম্পাদক সেবান্দন বিশ্বাস,সমকাল ফরিদপুর প্রতিনিধি হাসানউজ্জামান, দি নিউ নেশন পত্রিকার প্রতিনিধি মোঃ আসাদুল হক আসাদ, দৈনিক ফরিদপুরের সম্পাদক সাঈদ আলী হোসেন নান্নু, দৈনিক প্রথম আলোর ক্যামেরা পার্সন আলীমুজ্জামান রনী, ফতেহাবাদের বার্তা সম্পাদক মাহবুব হোসেন পিয়াল,এনটিভির ফরিদপুর প্রতিনিধি সঞ্জিব দাস,যমুনা টিভির ফরিদপুর প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল,একাত্তর টিভির ফরিদপুর প্রতিনিধি মনিরুল ইসলাম টিটো, বৈশাখী টিভির ফরিদপুর প্রতিনিধি কে এম রুবেল,বিটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ বাবু,মাছরাঙ্গা জেলা প্রতিনিধি জাহিদুর রহমান ইবু,সোনালী বাতার্র মোঃ ফরহাদ হোসেন,আজকের সারাদেশের স্টাফ রিপোটার মইজুর রহমান রবি,ভোরের পাতার জেলা প্রতিনিধি কামরুল হাসান জুয়েল,ভোরের কাগজের শহর প্রতিনিধি বিভাষ দত্ত,বৈশাখ নিউজ. কম এর সম্পাদক মোঃ রুহুল আমিন খান, দৈনিক কুমারের সম্পাদক এস এম রুবেল,বাঙ্গালী সময়ের বার্তা সম্পাদক শ্রাবন হাসান,ভোরের প্রত্যাশার স্টাফ রিপোটার নিরঞ্জন, বৈশাখ নিউজ.কম এর স্পোর্টস রিপোর্টার মানিক দাস,চ্যানেল ২৪ এর ক্যামেরা পার্সন মোঃ রুবেল, সাপান টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ লোকমান হোসেন,সপ্তগ্রাম নারী স্ব-নির্ভর পরিষদের পরিচালক প্রশাসন কাজী সিরাজুল ইসলাম,ডিএমবির নিবার্হী পরিচালক মোঃ ইব্রাহিম,জীবন বীমা করপোর্রেশনের ম্যানেজার মোঃ বাতেন,নবচেতনা ও বৈশাখ নিউজ.কম জেলা প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল।
বক্তরা আনন্দ টিভির জন্মদিনের শুভেচ্ছো জানিয়ে বলেন, এই টেলিভিশনটি ইতিমধ্যে ব্যাপক সফলতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় আনন্দ টিভি আরো এগিয়ে যাবে এর উত্তরত্তর সাফল্যে কামনা করা হয়।