ফরিদপুরে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
ফরিদপুরে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
ফরিদপুর জেলায় আগামী ১৮ মার্চ হতে ১১ই এপ্রিল পর্যন্ত হাম রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
ঐ দিন ফরিদপুর জেলায় ১৭৯৭ টি প্রাথমিক পর্যায়ে বিদ্যালয় ও ২০৭৩ টি টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে এম আর টিকা দেওয়া হবে।
বুধবার দুপুরের ফরিদপুর জেনারেল হাসপাতালের হল রুমে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান,ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান। তিনি আরো জানান,হাম রুবেলা ক্যাম্পেইন সফল বাস্তবায়নের জন্য ফরিদপুর জেলার স্বাস্হ্য বিভাগের ব্যাপক প্রচারনার মাধ্যমে অভিভাবকদের সচেতন করা হয়েছে। এছাড়া মসজিদের ইমাম,সমাজের গন্যমান্য ব্যাক্তিদের অবহিত করা হয়েছে।
সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান,সিনিয়র সাংবাদিক পান্না বালা প্রমুখ। সভায় ফরিদপুরের কর্মরত ৩৫ জন সাংবাদিক উপস্হিত ছিলেন।