কুষ্টিয়া শহরের আমলাপাড়াতে পূর্ব শত্র“তার জের ধরে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে মারপিট,গাড়িতে আগুন দেয়া ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকেই চরম নিরাপত্তাহীনতায় রয়েছে হামলার শিকার পরিবারটি। ভুক্তভোগী আমলাপাড়ার এস.এসবি রোডের মৃত গ্যাদন মল্লিকের ছেলে জিল্লুর রহমান পান্না (৬৫)। ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে ১২ টার সময় চর আমলা পাড়ার জিন্দার আলীর ছেলে শরিফ(২৮), গবিন্দের ছেলে সালাম, মৃত বক্কারের ছেলে জিল্লু (৩৫) ও মৃত হান্নানের ছেলে বিলি সবুজ (২৬) অতর্কিতভাবে দেশীয় অস্ত্রসহ জিল্লুর রহমানের বাড়িতে প্রবেশ করে মারপিট শুরু করে।
সে সময় ভুক্তভেঅগীদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে মেরে ফেলা হবে বলে হুমকি দিতে দিতে পালিয়ে যায়। সে সময় বাড়িতে থাকা একটি করিমন গাড়িতে আগুন ধরিয়ে দেয়। শত চেষ্টার পরেও ঐ গাড়িটি পুড়ে যায়। যার মূল্য ১,৮০,০০০ টাকা।
এ বিষয়ে জিল্লুর রহমান পান্না জানান, বুধবার রাতে এলাকার চিন্হিত মাদক ব্যবসায়ী জিল্লু, শরিফ,বিলি সবুজ,সালাম আমার বাড়িতে প্রবেশ করে মারধর শুরু করে। বাড়িতে থাকা করিমনে অঅগুন লাগিয়ে দেয় এবং পরবর্তিতে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়। আমি এবং আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।
এ ঘটনায় কুষ্টিয়া পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি। হামলাকারীরা এলাকার ভেতরে মাদক ব্যবসা সহ সন্ত্রাসীমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মামলার প্রক্রিয়া চলছে।