সালথা’য় করোনার টিকা নিলেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস প্রতিরোধের টিকা নিয়েছেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন। বৃহস্পতিবার সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে টিকা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফা সুলতানা খাঁন হীরা মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, আওয়ামী লীগ নেতা শাহাজাহান মোল্যা প্রমুখ।
টিকা নেয়ার পর শফি উদ্দিন সাংবাদিকদের বলেন, টিকা নেয়ার পর আমার কোন সমস্যা হচ্ছে না। আমি স্বাভাবিক আছি। পর্যায়ক্রমে সবাইকে টিকা নেয়ার আহব্বান জানান তিনি। টিকার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।