• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
দৃষ্টিশক্তি হারাতে পারেন অমিতাভ

দৃষ্টিশক্তি হারাতে পারেন অমিতাভ

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। বয়স ৭৭ কিন্তু এখনো নিয়মিত সিনেমায় কাজ করছেন।

শারীরিক বিভিন্ন সমস্যার কথা আগেই জানিয়েছেন বলিউডের ‘বিগ বি’। তার লিভারের ৭৫ শতাংশ অকেজো হয়ে গেছে। এছাড়া তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত এবং হেপাটাইটিস বি পজেটিভ। এবার চোখের সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা নিয়ে তার ব্লগে অমিতাভ লিখেছেন, ‘দুই চোখে ঝাপসা দেখছি। কয়েকদিন ধরে সবকিছু দুটো করে দেখছি এবং আমার মনে হচ্ছে, অন্ধত্ব খুব বেশি দূরে নয়। এর সঙ্গে আরো অনেক শারীরিক সমস্যা তো রয়েছেই।’

তার মায়ের স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘ছোটবেলার কথা মনে পড়ে, যখন মা শাড়ির আচল গোল করে মুখের গরম ভাপ চোখে দিতেন।’

তবে এই অভিনেতা জানান, চিকিৎসক তাকে আশ্বস্ত করেছেন, এগুলো অন্ধত্বের লক্ষণ নয়। অনেকক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে থাকার কারণে চোখে চাপ পড়েছে। এ কারণেই এই সমস্যা হচ্ছে। পাশাপাশি চিকিৎসক তাকে কিছু পরামর্শ ও ওষুধ দিয়েছেন। এখন তা মেনে চলছেন বলিউডের ‘শাহেনশাহ’।

বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন অমিতাভ। এপ্রিলে তার গুলাবো সিতাবো সিনেমার শুটিং ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ভারতে এখন লকডাউন চলছে। পাশাপাশি সকল সিনেমার শুটিং বন্ধ। তাই এই অভিনেতার এখন ঘরে বসেই সময় কাটছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।