• ঢাকা
  • শনিবার, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং
“বিপন্ন চিকিৎসা,লাঞ্চিত মানবতা”

বিপন্ন চিকিৎসা,লাঞ্চিত মানবতা”

হে যথাযথ কর্তৃপক্ষ, আজ চিকিৎসা কোথায় আর কোথায় আজ মানবতা। সবাই তো করোনার রোগী নারে। আজ ছয় দিন প্যাশেন্টের ইউরিন ক্লিয়ার হচ্ছে না সেই সাথে টয়লেট ও ঠিকমত হয় না। তাকে রাতে ফরিদপুর ডায়বেটিকে নিয়ে আসার পর কোন রকম কারন ছাড়া রেফার করে দিলেন ফরিদপুর জেনারেল হাসপাতালে। রাতের দায়িত্বরত নার্স তিনিতো মহারানি তারসাথে কথাই বলা যায় না। আর ডাক্তার সেতো না হয় না বলিলাম। সকালে একজন দায়িত্বরত ডাক্তার এসে কিছু টেস্ট করতে বললেন।

রিপোর্ট পাওয়ার পর বললেন কিডনীতে সমস্যা, কিডনী বিশেষজ্ঞ দেখাতে হবে। এখন রেফার করতেছে ঢাকায়। রোগী এখন ব্যাথায় কাতরাচ্ছে। একবার ভেবে দেখুন তো আপনি ৫ দিন ইউরিন আটকে রেখেছেন আপনার তখন কেমন লাগছে।

এখন কয়েকটি প্রশ্ন রেখে যাইঃ-
@ ঢাকায় নেয়া পর্যন্ত এ রোগী বাচবে তো!?
@ ঢাকায় নেয়া পর চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হবে নাতো!?
@ ফরিদপুরে কি কোনো কিডনী বিশেষজ্ঞ নাই!?
@ আজ চিকিৎসার অভাবে এ রোগী মারা গেলে কে দায় নেবে!?
আসুন স্বাস্থ্যব্যবস্থার সাথে একমত হয়ে তাদের সেবা নিয়ে একাত্মতা প্রকাশ করি। মানবতার স্বাস্থ্যব্যবস্থা এবং এর সাথে জড়িত দায়িত্বশীলদের স্যালুট জানাই। আর একজন মানবতার ডাক্তারকে মনে মনে খুজি যখন আপনি এ রকম অবস্থায় পড়বেন তখন সে যেন আপনার পাশে এসে দাড়ায়।

শেম! শেম!!শেম!!!
সুজন কিবরিয়ার ফেসবুক থেকে সংগৃহিত

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।