“বিপন্ন চিকিৎসা,লাঞ্চিত মানবতা”
“বিপন্ন চিকিৎসা,লাঞ্চিত মানবতা”
হে যথাযথ কর্তৃপক্ষ, আজ চিকিৎসা কোথায় আর কোথায় আজ মানবতা। সবাই তো করোনার রোগী নারে। আজ ছয় দিন প্যাশেন্টের ইউরিন ক্লিয়ার হচ্ছে না সেই সাথে টয়লেট ও ঠিকমত হয় না। তাকে রাতে ফরিদপুর ডায়বেটিকে নিয়ে আসার পর কোন রকম কারন ছাড়া রেফার করে দিলেন ফরিদপুর জেনারেল হাসপাতালে। রাতের দায়িত্বরত নার্স তিনিতো মহারানি তারসাথে কথাই বলা যায় না। আর ডাক্তার সেতো না হয় না বলিলাম। সকালে একজন দায়িত্বরত ডাক্তার এসে কিছু টেস্ট করতে বললেন।
রিপোর্ট পাওয়ার পর বললেন কিডনীতে সমস্যা, কিডনী বিশেষজ্ঞ দেখাতে হবে। এখন রেফার করতেছে ঢাকায়। রোগী এখন ব্যাথায় কাতরাচ্ছে। একবার ভেবে দেখুন তো আপনি ৫ দিন ইউরিন আটকে রেখেছেন আপনার তখন কেমন লাগছে।