• ঢাকা
  • রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং
সালথা’য় ১৭ মাস পরে স্বাস্থ্যবিধি মেনে চালু হলো স্কুলে পাঠদান

মনির মোল্যা,সালথা(ফরিদপুর)প্রতিনিধি:

করোনাভাইরাস মহামারীর কারণে দেড় বছর ধরে বন্ধ থাকা সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ১২ সেপ্টেম্বর। সারা দেশের ন্যায় ফরিদপুরের সালথা উপজেলার সকল স্কুল-কলেজ দাখিল মাদ্রাসাও খুলেছে রবিবার।

রবিবার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে মাস্ক দিয়ে শুভেচ্ছা জানান। এতদিন পর বিদ্যালয়ে আসতে পেরে আনন্দ উল্লাসে ভাসছে ছাত্র ছাত্রীরা। উপজেলার বিভিন্ন স্কুলে স্বাস্থ্যবিধি ছিল চোখে পড়ার মতো। এসময় ছাত্র-ছাত্রীদের মাস্ক পরতে দেখা গেছে। বিভিন্ন স্কুলের মূল ফটকে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যাবস্থা।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলো স্বাস্থ্যবিধি মেনে পাঠদান কার্যক্রম শুরু করেছে। ছাত্র-ছাত্রীদের দুরত্ব বজায় রেখে প্রতিটি শ্রেনীতে বসানো হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার জীবাংস দাশ বলেন, আমি উপজেলার কয়েকটি স্কুল পরিদর্শন করেছি। স্কুল গুলোর পরিবেশ খুব ভালো। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে স্কুল গুলো। ১৭ মাস পরে স্কুল খোলার প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

১২ সেপ্টেম্বর ২০২১

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।