মানিক কুমার দাস, ফরিদপুর :-
ফরিদপুর আর্টিকেল ফিফটিন ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ফরিদপুরে আর্টিকেল ফিফটিন ফাউন্ডেশন এর উদ্যোগে মঙ্গলবার বিকেলে শহরের আলিপুরের কুসুম কুটীরের সামনে অসহায় ও দরিদ্র জনসাধারণের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এস এম ইসহাক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহসীন শরীফ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন,১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির। নারী নেত্রী রোমানা খান রুমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুর ইসলাম মিম , মোহাম্মদ পিয়াস খান,মেহেদি হাসান সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে মেয়র অমিতাভ বোস বলেন এ সংগঠন ও তাদের প্রচেষ্টা সারা জীবন অব্যাহত থাকবে। তিনি এ সংগঠনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ২০০ জন অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
