ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মাতার জানাযা ও দাফন সম্পন্ন
বিজয় পোদ্দার, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
245 বার দেখা হয়েছে
০
ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মাতা
মোসাঃ হাজেরা খাতুনের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ শামসুল হক ভোলা মাস্টারের মাতা মোসাঃ হাজেরা খাতুন (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ………….রাজিউন)। মৃত্যুকালে ২ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁর হাট সংলগ্ন স্কুল মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে ফরিদপুরের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।