করোনায় :যুক্তরাষ্ট্রকে সাড়ে ৪ লাখ পিপিই দিল ভিয়েতনাম
করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সাড়ে ৪ লাখ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পিপিই) পাঠাল ভিয়েতনাম। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তার মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
ট্রাম্প বলেন, ভিয়েতনাম থেকে সাড়ে ৪ লাখ সুরক্ষা পোশাক টেক্সাসের ডালাসে পৌঁছেছে। এটি সম্ভব হয়েছে দুই মহান মার্কিন কোম্পানি ডুপন্ট এবং ফেডেক্স এবং আমাদের বন্ধু ভিয়েতনামের কারণে।
এদিকে ভিয়েতনামে মার্কিন দূতাবাস জানায়, ভিয়েতনামের পাঠানো এই পোশাক কভিড-১৯ মোকাবিলায় প্রথম সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেবে। এর মধ্য দিয়ে মার্কিন-ভিয়েতনামে বন্ধুত্ব আরও শক্তিশালী হবে।
প্রসঙ্গত করোনাভাইরাসে নতুন কেন্দ্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে আক্রান্ত দেশটির মানুষ। মৃতের সংখ্যাতেও সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬০৮ জনে। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যায় এত দিন শীর্ষে থাকা ইতালিকেও পিছিয়ে ফেলে দেয় যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয় ৫ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।