কাঁচাবাজার একমুখী করতে পুলিশের পরামর্শ
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশের সব কাঁচা বাজার একমুখী করতে পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
রবিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. সোহেল রানা এক ভিডিও বার্তায় বলেন, ‘সাধারণ মানুষ তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য কাঁচাবাজারে জড়ো হচ্ছে প্রতিদিন। এটি করতে গিয়ে অনেকটা অনিয়ন্ত্রিতভাবে লোকসমাগম ঘটে যাচ্ছে। সে ক্ষেত্রে করোনা সংক্রমণের যে ঝুঁকি সেটি আরো বেড়ে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ কাঁচাবাজারগুলোতে একমুখী প্রবেশ চালু করা শুরু করেছে এবং আমরা পরামর্শ দিচ্ছি যে, সব কাঁচাবাজারেই যেন একমুখী প্রবেশ মানা হয়। আমরা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছি কাঁচাবাজারের ভেতরে যতটুকু সম্ভব ডিসটেনস মেনটেন করবেন। আশা করি আমরা সবাই সচেতন থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার যে সরকারি নির্দেশনা এবং এ-সংক্রান্তে যে স্বাস্থ্যবিধি তা মেনে আমরা নিজেরা যেমন সুস্থ থাকব এবং করোনার সংক্রমণের হাত থেকে মুক্ত থাকব তেমন আমাদের মাধ্যমে অন্য কেউ যেনো সংক্রমিত না হয় সে বিষয়টিও নিশ্চিত করব।
সংবাদ সুত্র ঃ দেশ রুপান্তর