ফরিদপুরে কো-অপারেটিভ ব্যাংকের আয়োজনে নারী দিবস পালন ও সফল নারী সদস্যকে সম্মাননা প্রদান
ঐতিহ্যবাহী “সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি:( সমবায় ব্যাংক )”ফরিদপুর এর উদ্দ্যোগে গত বৃহস্পতিবার ১২ মার্চ ব্যাংক কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করেন।
নারী দিবস/২০২০ পালন উপ-কমিটির আহবায়ক সোনিয়া জামান এর সভাপতিত্বে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া ও বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এর সভাপতি সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ এবং সদর উপজেলা সমবায় দপ্তরের প্রশিক্ষক মো: আব্বাস আলী ।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন এর পরিচালক সালমা খানম, সমবায়ী ঝর্ণা আক্তার,ফারজানা আক্তারন,ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবুল হাসান তুহিন, মো: জাহিদ হোসেন,সমবায়ী মনিরুল ইসলাম ইমন,রুহুল কুদ্দুস সহ আরও অনেকে ।
অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন এর মুরারীদাহ গ্রামের সফল নারী সমবায়ী উদ্যোক্তা সালমা খানম কে এ বছরের নারী সম্মাননা/২০২০ ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ ।
উল্লেখ্য, ব্যাংক কর্তৃপক্ষ মুজিব বর্ষ উপলক্ষে ৫০ জন নারী উদ্যোক্তা তৈরির উদ্দ্যোগ নিয়েছে এবং সমবায় কে আরও গতিশীল করার লক্ষে মাত্র ১০ টাকায় উক্ত ব্যাংকে সঞ্চয়ী হিসাব করা যাবে বলে কর্তৃপক্ষ আমাদের প্রতিবেদক কে জানান।।