• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
অবশেষে স্বাস্থ্য পরিক্ষার কাজে সচল করা হলো থার্মাল স্ক্যানার    

অবশেষে স্বাস্থ্য পরিক্ষার কাজে সচল করা হলো থার্মাল স্ক্যানার    বেনাপোল ইমিগ্রেশনে প্রায় তিন মাস পর সচল করা হলো থার্মাল স্ক্যানার। যে কোন ধরনের রোগ নির্নয়ে এবং বিশেষ করে করোনা ভাইরাস সনাক্তের জন্য থার্মাল স্ক্যানার একটি গুরুত্ব পূর্ণ চিকিৎসা যন্ত্র। দীর্ঘদিন যাবৎ থার্মাল স্ক্যানারটি নষ্ট থাকায় হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে পাসপোর্ট যাত্রীদের চিকিৎসা সেবা প্রদান করতেন সেখানে স্থাপিত স্বাস্থ্য সেবা অধিদপ্তর এর স্বাস্থ্য সেবা কেন্দ্রের স্বাস্থ্য কর্মীবৃন্দ।  

বুধবার  (১১ মার্চ) সকালে বেনাপোল ইমিগ্রেশনে এ থার্মাল স্ক্যানার সচল করা হয়। এর ফলে হ্যান্ড থার্মাল স্ক্যানের পরিবর্তে এখন থার্মাল স্ক্যানার মেশিনের সাহায্যে পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করা হয়।

বর্তমানে ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৮ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মধ্যে ১২ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী। তাই এ সীমান্তে ভাইরাসটি সংক্রমণের বেশ ঝুঁকি রয়েছে।

প্রতিদিন ৮ থেকে ১০ হাজার পাসপোর্ট যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে চিকিৎসা সেবা প্রদানে সেখানকার সীমিত সংখ্যক স্বাস্থ্য কর্মীদের পক্ষে সেবা প্রদানে এবং নির্ভূল পরীক্ষনে কষ্টসাধ্য ব্যাপার দেখা দেয়।

মেশিনটি সচল হওয়ার কারনে দ্রুততম সময়ে নির্ভূল চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে, চিকিৎসা সেবা নিতে পাসপোর্ট যাত্রীদেরকে আর দীর্ঘলাইনে দাড়িয়ে থাকতে হবে না।

বেনাপোল ইমিগ্রেশনে নিয়োজিত স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার বিচিত্রা মল্লিক জানান, আগে থার্মাল স্ক্যানার নষ্ট থাকায়  হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে পাসপোর্ট যাএীদের স্বাস্থ্য পরীক্ষা করা হতো। বর্তমানে থার্মাল স্ক্যানার সচল হওয়ায় পাসপোর্ট যাএীদের স্ক্যানিং এর মাধ্যমে দ্রুততম সময়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে

। যদি কোনো বিদেশি যাএীর মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ পাওয়া যায় তাহলে তাকে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠানো হবে। এবং বাংলাদেশি হলে তাকে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হবে বলে তিনি জানান।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আহসান হাবিব জানান, ভারত থেকে আগত প্রতিটি পাসপোর্ট যাত্রীকে থার্মাল স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যানিং করা হচ্ছে।

কোন যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া দেশের ভেতর প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যাত্রীদের সচেতনতায় নেওয়া হয়েছে বিভিন্ন পরামর্শ ও প্রচার-প্রচারণা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।