• ঢাকা
  • বুধবার, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
কক্সবাজারের উখিয়ায় বাঁশ দিয়ে তৈরী হচ্ছে করোনা হাসপাতাল

কক্সবাজারের উখিয়ায় বাঁশ দিয়ে তৈরী হচ্ছে করোনা হাসপাতাল

পরিশোধিত বাঁশ দিয়ে ২শ বেডের করোনা আইসোলেশন হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। চলতি এপ্রিলের শেষ সপ্তাহে এ হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে। কক্সবাজারের উখিয়ার টিএন্ডটি এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এ আইসোলেশন হাসপাতালটি নির্মাণ করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা -ইউএনএইচসিআর।
ইউএনএইচসিআর এর সম্পূর্ণ অর্থায়ন ও তদারকিতে গত ৩০ মার্চ থেকে এটি নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে হাসপাতালটির প্রায় ৬০ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। জরুরি প্রয়োজনীয়তার কথা বিবেচনায় শত রোহিঙ্গা শ্রমিক দিয়ে দিবারাত্রি হাসপাতাল নির্মাণ কাজ করা হচ্ছে। নির্মাণাধীন এ করোনা আইসোলেশন হাসপাতালে স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারাও চিকিৎসা সেবা নিতে পারবেন বলে জানা গেছে।
সূত্র মতে, চলতি ২৯ এপ্রিলের মধ্যে হাসপাতালটির অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চালানো হচ্ছে। ৩০ এপ্রিল হাসপাতালটি চালু করার টার্গেট রাখা হয়েছে। তবে আরো দ্রুততম সময়ে শীতাতপ শেষ করার চেষ্টা চলছে। পরিশোধিত মুলি ও বরাক বাঁশের মাধ্যমে শীততাপ নিয়ন্ত্রিত হাসপাতালের মেঝে পাকা করার কথা জানা গেছে। উল্লেখ্য, উখিয়ার এই হাসপাতালই হবে কক্সবাজার জেলার প্রথম পরিপূর্ণ করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য পরিপূর্ণ আইসোলেশন হাসপাতাল।

সংবাদ সুত্র ঃ দৈনিক আজাদী

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।