• ঢাকা
  • সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
২২ বছর বয়সের তরুণের সঙ্গে প্রেম, মাকে অভিনন্দন নেইমারের

২২ বছর বয়সের তরুণের সঙ্গে প্রেম, মাকে অভিনন্দন নেইমারের

কদিন আগেই ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড হাল্কের নতুন সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ হয়। গত বছর স্ত্রীর সঙ্গে ১২ বছরের সম্পর্ক ছিন্ন হয় তার। এর কিছুদিন পরই সাবেক স্ত্রীর ভাইজির সঙ্গে প্রেমে জড়ান হাল্ক। ব্রাজিলিয়ান তারকা ও ক্যামিলা নামের তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বলেই খবর।

এবার আরেকটি ব্রাজিলিয়ান ফুটবল পরিবারের সম্পর্কে জড়ানোর খবর শিরোনামে এল। নতুন সম্পর্কে জড়িয়েছেন নেইমারের মা। এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবল তারকা নেইমারের মা নাদিন গন্সালভেস প্রেম করছেন পিএসজি তারকার চেয়েও ৬ বছরের ছোট তরুণের সঙ্গে।

নিজের ইনস্টাগ্রামে থিয়াগো রামোস নামের সেই তরুণের সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন নেইমারের মা নিজেই। যে পোস্টে কমেন্ট করে মাকে শুভেচ্ছা জানিয়েছেন নেইমার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ২২ বছর বয়সী রামোস একজন গেমার। যিনি ফ্রি ফায়ার গেমটি খেলেন। এ ছাড়া তিনি একজন মডেলও। তরুণটির সঙ্গে ছবি পোস্ট করে নেইমারের মা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অবর্ণনীয় কোনো বিষয় বর্ণনা করা যায় না, যদি সেভাবে বাঁচ…’

এই পোস্টের নিচে নেইমার লিখেছেন, ‘সুখী হও মা, ভালোবাসি তোমাকে।


ছবিটি রামোসও তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে একটি শব্দই লিখেছেন, ‘অবর্ণনীয়’

২০১৬ সালে নেইমার সিনিয়রের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় নেইমারের মার। তার নতুন প্রেমিক রামোস বেশ বড় ভক্ত নেইমারের। ২০১৭ সালে তিনি একটি ছবিও পোস্ট করে লিখেছিলেন, ‘নেইমার আপনি অসাধারণ। আপনার মতো মানুষের ভক্ত হতে পারার আবেগ কীভাবে প্রকাশ করতে হয় আমার জানা নেই। আমি আপনার খেলা দেখি এবং আমি খুবই অনুপ্রাণিত। আশা করি আপনাকে একদিন এই বার্তা পড়ে শোনাতে পারব। আপনার সঙ্গী হব এবং আপনার সঙ্গে খেলব। ’

রামোস আরো লিখেন, ‘আমি জানি একদিন আমি আপনার সঙ্গে দেখা করব। কারণ আমি স্বপ্নবাজ, কখনো আমি আমার লক্ষ্য থেকে দূরে সরে যাই না। ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গী হোক। সফলতা ও সুখে থাকুন। ’

রামোসের এই স্বপ্ন সত্যি হয়েছিল গত জানুয়ারিতেই। গত ফেব্রুয়ারিতে নেইমারের ২৮তম জন্মদিনে উপস্থিত ছিলেন রামোস।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।