নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৪ নভেম্বর) রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে এ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার নগরকান্দা ও সালথা দুইটি উপজেলায় নির্বাচন নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। সুন্দর পরিবেশে সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পূর্ন হয়েছে। সুষ্ঠু অবাধ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলো। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ ছাড়া বিভিন্ন পর্যায়ে কিশোরদের আড্ডা, মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, শহরের ফুটপাত দখলমুক্ত, যানজট নিরসন ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদার সহ জেলার আইন শৃঙ্খলা নিয়ে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান (বিপিএম-সেবা),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলী, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ শামসুল হক ভোলা মাষ্টার, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, প্রথম আলো জেলা প্রতিনিধি পান্না বালা, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমূখ।
এসময় বিভিন্ন দপ্তরের সরকারি প্রধানগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যদের অংশগ্রহনে জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।