মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে ফরিদপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৪ নভেম্বর সকাল সাড়ে আটটায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২১ উপলক্ষে ফরিদপুর জেলা ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি অধ্যাপক শেখ আব্দুস সামাদ এর সভাপতিত্বে ফরিদপুর শহরে একটি সচেতনামূলক র্যালী অনুষ্ঠিত হয়। রেলি শেষে ডায়াবেটিস হাসপাতালের সেমিনার কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার,সিভিল সার্জন সিদ্দিকুর রহমান,পৌর মেয়র অমিতাভ বোস,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার নার্স সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২১ উপলক্ষে জনগণকে সচেতন করার লক্ষে ফরিদপুর ডায়াবেটিস সমিতির যে উদ্যোগ তার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তারা আগামীতে আরও ব্যাপক হারে তাদের সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করার আহ্বান জানান।