নারীদের আয়বর্ধক কার্যক্রমের উপর ৬টি প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন
নারীদের আয়বর্ধক কার্যক্রমের উপর ৬টি প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার দু:স্থ ও অসহায় নারীদের আয়বর্ধক কার্যক্রমের উপর প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে সদর উপজেলার পশরায় নারী উন্নয়ন ফোরামের প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
সমাজ কল্যাণ মন্ত্রনালয় ও নারী উন্নয়ন ফোরামের অর্থায়নে এবং নারী উন্নয়ন ফোরামের বাস্তবায়নে ৬টি প্রশিক্ষনের উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি আবু মাসুদ।
অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার রায়, ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের পরিচালক এস এম আলী আহসান, সহকারী পরিচালক মো. নূর“ল হুদা, নারী উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা, নারী উন্নয়ন ফোরামের চেয়ারপার্সন শওকত হোসেন, নারী উন্নয়ন ফোরামের প্রকল্প সমন্বয়কারী এ এস এম নাঈমূল চৌধুরী মাসুম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারী উন্নয়ন ফোরামের প্রধান প্রশিক্ষক মো. আবু জাফর খান। প্রশিক্ষনে ফরিদপুর সদর উপজেলা, ভাঙ্গা ও সদরপুর উপজেলার ১৮০জন নারী অংশ গ্রহণ করেন।