• ঢাকা
  • বৃহস্পতিবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
বোয়ালমারীতে বেহাল সড়কে ভারি যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন 

বোয়ালমারী -আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : গ্রামীণ সড়ক দিয়ে ঝুঁকিপূর্ণ যান চলাচল বন্ধের দাবিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মানববন্ধন করেছে এলাকাবাসী।  উপজেলার গুনবহা ইউনিয়নের বোয়ালমারী-শিরগ্রাম সড়কের জালিয়াডাঙ্গা নামক স্থানে সোমবার দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জালিয়াডাঙ্গা, ধোপাপাড়া গ্রামের দুই শতাধিক বাসিন্দারা অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য, রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, গঞ্জর আলী মীর, ইউনুচ মোল্যা, সমাজসেবক সোহেবুর রহমান সোহাগ, আসলামুল হক, হান্নান মীর প্রমুখ।
সরেজমিনে জানা যায়, বোয়ালমারী-শিরগ্রাম সড়কে ভারি যানবাহন চলাচলের কারণে গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা নামক স্থানে সড়কটির বিভিন্ন স্থান ধসে পার্শ্ববর্তী বারাসিয়া নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পথে। পানি উন্নয়ন বোর্ড কোটি টাকা ব্যয়ে চলতি বছরেই ওই স্থানে ভাঙ্গনরোধে ব্লকের সাহায্যে সড়ক রক্ষার একটি প্রকল্প বাস্তবায়িত করেন।
কিন্তু ওই সড়ক দিয়ে ইট ভাটার মাটি টানার কাজে ভারি ট্রাক চলাচলের ফলে কিছুদিনের মধ্যেই সড়কের কয়েকটি স্থানে ধসে পড়ে। এতে সড়কের পাশাপাশি পার্শ্ববর্তী বাড়িঘরগুলোও হুমকির মুখে রয়েছে। এ ব্যাপারে ভারি ট্রাক চলাচল নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।