করোনায় মৃত্যু ১ লাখ ২০ হাজার ছাড়াল
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। এরইমধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ২১০ দেশ ও অঞ্চলে।
আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ড ওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার বিকাল পৌনে ৫ টা পর্যান্ত করোনাভাইরাসে সারা দুনিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৭৫৪ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৪৩৮ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৫৯ হাজার ৯৮২ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৭৬৪ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এছাড়া করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে চার লাখ ৪৫ হাজার পাঁচ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
ইতিমধ্যে, করোনা তার ভয়াল থাবা বসিয়েছে বাংলাদেশেও। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ৭জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০১২ জন, মৃতের সংখ্যা ৪৬।