• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করছেন প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

   ১৫ মার্চ, বিশ্ব ভোক্তা অধিকার দিবস আজ। ১৯৮৩ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। এবারের প্রতিপাদ্য বিষয় “মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার”।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে রবিবার সকাল ৯.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালি বের করা হয়। বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জসীমউদ্দীন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জসীমউদ্দীন হলে এ উপলক্ষে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান।

বক্তারা বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ প্রণয়ন করেছে। জনবান্ধব এ আইনের যথাযথ বাস্তবায়নে প্রয়োজন জনপ্রতিনিধি, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা।

সরকারের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ বর্তমানে ডিজিটাল বাজার ব্যবস্থার সুফল ভোগ করছে। ভোক্তা সাধারণের অভিযোগ গ্রহণ ও প্রতিকারের ক্ষেত্রে ই-মেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নেওয়া হচ্ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণে আইনের যথাযথ প্রয়োগে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।

ভোক্তা অধিকার একটি সর্বজনীন অধিকার। দেশের উন্নয়ন অগ্রগতির লক্ষ্যসমূহ অর্জনের জন্য একটি সুস্থ সবল জাতি অনস্বীকার্য। ভোক্তা অধিকার সংরক্ষণের মাধ্যমে পণ্যের ন্যায্যমূল্য ও গুণগত মান নিশ্চিত করা সম্ভব। এছাড়া বাজার ব্যবস্থাপনায়ও গড়ে উঠবে একটি সুষ্ঠু পরিবেশ।

ভোক্তা অধিকার সংরক্ষণের সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ভেজালবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ওষুধ, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে কোনো ওষুধ, পণ্য বা সেবা বিক্রয়, ওজনে বা পরিমাপে কম দেয়ার মতো ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন,জেলা ক্যাব এর সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি  শেখ ফয়েজ আহমেদ,   জেলা স্যানিটারি অফিসার বজলুর রশিদ, জেলা চেম্বার অফ কমার্স সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, জেলা ক্যাব সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, রাসিনের নির্বাহি পরিচালক আসমা আক্তার মুক্তা, জেলা ব্লাস্ট সমন্বয়কারী শ্রীপ্রা গোস্বামী প্রমুখ।

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।