• ঢাকা
  • শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং
এমপি নিক্সনের বিরুদ্ধে ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের মানববন্ধন

এমপি নিক্সনের বিরুদ্ধে ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের মানববন্ধন করেছে ।

ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর বিরুদ্ধে সরকারী কর্মকর্তাদের সাথে অশ্লীল আচরনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে তার নির্বাচনী এলাকার ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ভাঙ্গা উপজেলা কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা,ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম ছিদ্দিকী, জেলা আওয়ামীলীগের সদস্য দ্বীপক মজুমদার, জেলা পরিষদের সাবেক সদস্য এ্যাডভোকেট সায়েদী গামাল লিপু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সোবাহান মুন্সী, কাউলীবেড়া ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, যুবলীগ সাধারন সম্পাদক শেখ শাহিন, যুগ্ন সাধারন সম্পাদক সুমন খান, সালমান মুন্সী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠুন চক্রবর্তী, মহিলা আওয়ামীলীগ নেত্রী ফেরদৌসি বেগম, ছাত্রলীগ সভাপতি সবুজ মোল্লা সনেট, সাধারন সম্পাদক খাইরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, জাহিদুল ইসলাম বাহার প্রমুখ।


বক্তারা বলেন, গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাহী কর্মকর্তার সাথে মোবাইল ফোনে গালাগালির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে নির্বাচনে সংসদ সদস্যের সমর্থিত প্রার্থী বিজয়ী হলে রাতেই এক সভায় জেলা প্রশাসককে অভিযুক্ত করে সংসদ সদস্য নানা অশালীন ভাষায় বক্তব্য ও হুমকি দেন। বিষয়টি নিয়ে সারাদেশে তোলপাড়সহ সরকারী কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

তারা বলেন জেলা প্রশাসক অতুল সরকার একজন মুক্তিযোদ্ধার সন্তান ছাড়াও তার মতো সৎ অফিসার পাওয়া খুবই এ যুগে মুশকিল। এমন একজন কর্মকর্তার সাথে অশ্লীল আচরনের কারনে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সংসদ সদস্য পদ বাতিলসহ তার বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করেন তারা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।