• ঢাকা
  • রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং
ফরিদপুরের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কে এম রুবেল, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের দুর্গম পদ্মাচরের ভাঙ্গী ডাঙ্গীতে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পাঁচশতাধিক নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।

শুক্রবার সকালে ভাঙ্গী ডাঙ্গী মোতালেব হোসেন হাইস্কুলে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির প্রেসিডেন্ট লায়ন মহাসীন শরীফ।

এ সময় উপস্হিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির উপদেষ্টা লায়ন এ কে এম সামছুল আলম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবলু, লায়ন জিন্নাত হোসেন, লায়ন রাহাত হাসান লিমন, লায়ন পারভেজ খান, বেসরকারি উন্নয়ন সংস্হা একেকের নির্বাহী পরিচালক এম এ জলিল প্রমুখ।

অক্টোবর সেবা মাসের শেষ দিনে লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন জন চিকিৎসক চরাঞ্চলের পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন।

এদিকে দুপুরে মোতালেব হোসেন হাই স্কুলের শিক্ষার্থীদের ক্লাস রুমের জন্য সিলিং ফ্যান ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটি।

শুক্রবার দুপুরে স্কুল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এসব বিতরণ করেন, লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির প্রেসিডেন্ট লায়ন মহাসীন শরীফ।

ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মহাসীন শরীফ মোতালেব হোসেন হাই স্কুলের প্রধান শিক্ষক মো: শাহীন মোল্যার হাতে স্কুলের জন্য ১০টি সিলিং ফ্যান তুলে দেন। একই সাথে স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে খাতা ও ৬টি করে কলম দেওয়া হয়। এ সময় অব ফরিদপুর সিটির কর্মকর্তা ও স্কুলের শিক্ষ করা উপস্হিত ছিলেন।

অপর দিকে চরাঞ্চলের ৪টি মসজিদে চারটি দান বক্স ও ১টি জায়নামাজ দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।