চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ–
ফরিদপুরের চরভদ্রাসনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮মে, ২০২৪খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষদিন সোমবার বিকাল ৪টা পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও ৪ জন সহ মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাজী হেকমত আলীর কাছে প্রত্যেক প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন-সৈয়দ নিজাম উদ্দিন আহমেদ, মোঃ খবির উদ্দিন শেখ, মোঃ ফারুক হোসেন মৃধা, মোতালেব হোসেন মোল্যা, মোঃ আনোয়ার আলী মোল্যা, মোঃ কাউছার ও মোঃ ফয়সাল হাসান শাওন।
ভাইস চেয়ারম্যান পদে, সেক সোলায়মান, মোন্নাফ মোল্যা, শামীম রেজা, মোঃ মোশারফ হোসেন, মোঃ সামসুদ্দিন মোল্যা, জান-এ-আলম ও কাউছার হোসেন মনোনয়ন পত্র দাখিল করেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানজিনা আক্তার, রওশন আরা পারভীন হামেদা বেগম ও নাজমা বেগম সালমা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন। সূত্র জানায়, আগামী ১৭ এপ্রিল এসব মনোনয়ন পত্র যাচাই বাছাই, মনোনয়ন পত্র প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ৮মে, ২০২৪ খ্রি. তারিখে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বচানের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
#
মোঃ মেজবাহ উদ্দিন
চরভ্রদাসন, ফরিদপুর
তাং-১৫/০৪/২০২৪ খ্রিঃ
০১৭২৪-২৫১৫৮৮