মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের মধুখালী চিরায়িত বাঙ্গালী ঐতিহ্য ধারন করে পুরাতনকে ধুয়েমুছে ফেলে নতুনকে স্বাগত জানিয়ে ১৪৩১ বঙ্গাব্দ বরন করতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯ টায় পৌর সদরের পশ্চিম গাড়াখোলা বৈশাখী মাঠ প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকাসহ মধুখালী বাজার প্রদক্ষিণ করে বৈশাখী মেলা মাঠে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা পরবর্তী সম্মিলিত সাংস্কৃতিক জোটের মধুখালী শাখার সভাপতি মো.নজরুল ইসলামের সভাপতিত্বে বৈশাখী মেলামাঠ মধুখালী শিশু একাডেমি চত্বরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মির্জা গোলাম ফারুক, মো.মনিরুল ইসলাম, এসএম মনিরুজ্জামান, তপতি ঘোষ, মিলি ইসলাম, মো.আলমগীর হোসেন মিয়া ও যামিনী সিংহ রায়, মো.মনজুর হোসেন বিশ^াস, চিকুর রঞ্জন সাহা ও দিপংকর পালসহ প্রমুখ। আলোচনা শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীগণ সংগীত পরিবেশন করেন। প্রতি বছর বৈশাখী মেলা বসলেও এ বছর প্রথা ভেঙ্গে মেলা মিলছে না।
সাম্মী
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
মোবাঃ ০১৯১৩৮২৯৭৯৮
তাং-১৫/০৪/২৪