• ঢাকা
  • বুধবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ ইং
ভাঙ্গায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন,হুমকির মুখে কৃষিজমি

মোঃ রমজান সিকদার,

ফরিদপুর ভাঙ্গা (ফরিদপুর )প্রতিনিধি-১৫/৮/২০২৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের কৈখালী গ্রামের বিলে কৃষি জমি মধ্যে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছে একটি মহল।
প্রশাসনের নাম ভাঙিয়ে ও চেয়ারম্যানের দোহাই দিয়ে হাবিব নামের বালু ব্যবসায়ী এই অপকর্ম করার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানায়, বেশ কয়েক দিন ধরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে যেভাবে বালু উত্তোলন করে আসছে এতে করে আমাদের কৃষি জমির পাড় যেকোনো সময় ভেঙে পড়া আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে কেউ বাধা দিতে গেলে উল্টো তাকেই হুমকির মুখে পড়তে হয়েছে। এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে কামনা করছি।
উল্লেখ্য, প্রশাসনের তৎপরতায় কিছু সময় বালু ব্যবসায়ীরা ড্রেজার মেশিন দিনের বেলায় বন্ধ রাখলেও কৌশলে এরা রাতের বেলায় ড্রেজার মেশিন চালাতো। তাছাড়াও আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্ৰামের এক বালু ব্যবসায়ীকে ১ মাসের জেল সহ আর্থিক জরিমানা করা সত্ত্বেও পরবর্তীতে জেল থেকে বের হয়ে এসে পুনরায় একই স্থানে বীরদর্পে অবৈধ ড্রেজার মেশিন চালানো অভিযোগ রয়েছে।
বিষয়টি নিয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। এখন জানতে পেরেছি অতিদ্রুত এ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।