দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় আরিফা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আরিফা জনৈক সোহেলের স্ত্রী।এই দম্পতির ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
শুক্রবার(১৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার শতপুর গ্রাম থেকে মরাদেহটি উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার্স ইনর্চাজ অশোক কুমার চৌহান জানান, সকালে মোবাইলে সংবাদ আসে শতপুর গ্রামে আরিফা নামে এক গৃহবধূ গলায় রশি লাগানো অবস্থায় ঝুলে আছে। এরপর পুলিশ গিয়ে মরাদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ।
তিনি আরও জানান, ৭ বছর আগে আরিফার সঙ্গে সোহেলের বিয়ে হয়। বিবাহের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। তার ঘরে ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।