প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলছে
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলছে
ঢাকা বিভাগের নারায়ণগঞ্জসহ ৭ টি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নানান নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু হয়।
ঢাকা বিভাগের এসব জেলার মধ্যে রতেছে, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ।
উল্লেখ্যিত জেলার সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আজ পর্যায়ক্রমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। জেলাগুলোর করোনাভাইরাস পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেবেন তিনি।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।