• ঢাকা
  • বুধবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
করোনা ভাইরাস মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

মরণঘাতী  করোনাভাইরাস মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) মুজিব জন্ম শতবার্ষিকীর সরকারি ছুটি রয়েছে।

আজ সোমবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সরকারি সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ নিয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেন।

 শিক্ষামন্ত্রী বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে প্রত্যেকটি স্কুল প্রাঙ্গনে ১০০টি গাছ লাগানোর কর্মসূচি আছে। প্রধান শিক্ষকরা কোনো জমায়েত ছাড়াই এই কর্মসূচি বাস্তবায়ন করবেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ছুটিতে শিক্ষার্থীরা যেন বাসাবাড়িতে থাকেন সে বিষয়ে অভিভাবকরা নজর দেবেন। একই সঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যেসব নির্দেশনা দেওয়া আছে সবাই তা মেনে চলবেন।

এদিকে পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

বাংলাদেশে এ পর্যন্ত পাঁচজন(৫) করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আক্রান্ত প্রথম তিনজন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আইইডিসিআর আরও জানা যায় বর্তমানে চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ১০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

এছাড়াও দেশে করোনাভাইরাস প্রতিরোধে আক্রান্ত দেশগুলো থেকে আসা ২ হাজার ৩১৪ জন দেশের আট বিভাগের বিভিন্ন জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।