আইইডিসিআরের প্রধান বৈজ্ঞা নিক কর্মকর্তা কোয়ারেন্টাইনে
রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কোয়ারেন্টাইনে রয়েছেন। প্রতিষ্ঠানের আরো দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এ তথ্য জানা গেছে। আজ সকালে ছয়জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। প্রতিষ্ঠানটির মোট আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এই আটজনই করোনা পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট।
স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তরা সবাই মহাখালীর সংক্রামক ব্যধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আটজনের মধ্যে চারজনই টেকনোলেজিস্ট।
এদিকে, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় নেগেটিভ এসেছে। তারপরও তিনি ১৪ দিন স্বেচ্ছা কোয়ারন্টোইনে যাওয়ার সিদ্ধান্ত নেন। এছাড়া, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাও সেচ্ছায় কোয়ারেন্টাইনে যান।
উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত ১ হাজার ৫৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক চিকিৎসকসহ ৬০ জন মারা গেছেন।