ফরিদপুর খেলা ঘর সংগঠনের শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার
ফরিদপুরে বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার।
ফরিদপুরে বিশ্ব শিশু দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে খেলাঘর ফরিদপুরের কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার।
খেলাঘর ফরিদপুর শাখার সভাপতি আলতাফ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. শামসুল হক ভোলা মাস্টার।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক রিজভী জামান, কাজী আলী আহসান কল্লোল, উত্তম দত্ত, আলেয়া হক, রুবিয়া মিল্লাত, আক্তারী জাহান ববি, বৈশাখী চক্রবর্তী, চৌধুরী ইকবাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বিশ্ব শিশু দিবস উপলক্ষে খেলাঘর ফরিদপুর চিত্রাঙ্কন, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোররা অংশ গ্রহণ করেন।