একদিনে এত মৃত্যু দেখেনি পৃথিবী, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় প্রাণহানি ৪৫৯১ জনের
মহামারী করোনাভাইরাস যেন অজেয়। পৃথিবীর দেশে দেশে চলছে ভাইরাসটির প্রবল পরাক্রম। এবার একদিনেই সমস্ত রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৫৯১ জনের প্রাণহানি ঘটেছে। এর আগে কখনোই একদিনে এত মৃত্যু দেখেনি পৃথিবী।
শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। বিশ্বব্যাপী করোনার মৃত ও আক্রান্তের পরিসংখ্যান, তথ্য-উপাত্ত সংগ্রহে কাজ করা প্রতিষ্ঠান জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।
একদিনে এত মৃত্যু ঘটেনি পৃথিবীর আর কোনও দেশে। দুদিন আগেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রেই। বুধবার দেশটিতে এ যাবৎ কালের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২ হাজার ৫৬৯ জন। মাত্র দুদিনের ব্যবধানে দ্বিগুণ মৃত্যুতে দেশটি সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেল।
প্রসঙ্গত, এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ যাবৎ ৩৩ হাজার ২৮৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭১ হাজার ৪২৫ জন।