• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় প্রাণহানি ৪৫৯১ জনের

একদিনে এত মৃত্যু দেখেনি পৃথিবী, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় প্রাণহানি ৪৫৯১ জনের
মহামারী করোনাভাইরাস যেন অজেয়। পৃথিবীর দেশে দেশে চলছে ভাইরাসটির প্রবল পরাক্রম। এবার একদিনেই সমস্ত রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৫৯১ জনের প্রাণহানি ঘটেছে। এর আগে কখনোই একদিনে এত মৃত্যু দেখেনি পৃথিবী।

শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। বিশ্বব্যাপী করোনার মৃত ও আক্রান্তের পরিসংখ্যান, তথ্য-উপাত্ত সংগ্রহে কাজ করা প্রতিষ্ঠান জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।

একদিনে এত মৃত্যু ঘটেনি পৃথিবীর আর কোনও দেশে। দুদিন আগেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রেই। বুধবার দেশটিতে এ যাবৎ কালের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২ হাজার ৫৬৯ জন। মাত্র দুদিনের ব্যবধানে দ্বিগুণ মৃত্যুতে দেশটি সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেল।

প্রসঙ্গত, এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ যাবৎ ৩৩ হাজার ২৮৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭১ হাজার ৪২৫ জন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।