ফরিদপুরের চরভদ্রাসনে দুই সন্তানের জননী এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উক্ত গৃহবধূ গ্রামের বাড়ি থেকে ঢাকায় তার স্বামীর কাছে যাবার পথে চাঁর বখাটেরা উপজেলার পদ্মা নদীর গোপালপুর ঘাটের নির্জন স্থানে জোরপূর্বক নিয়ে তাকে গণধর্ষণ করে ভিডিও ধারন করা হয় বলে তার স্বজনরা জানান।
বুধবার (১৭জুন) সন্ধ্যায় গৃহবধূর এক স্বজন জানান, গৃহবধূ গত রবিবার সকালে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের নতুন বাজার তার নানার বাড়ি থেকে ঢাকায় তার স্বামীর কাছে যাওয়ার পথে দুই সন্তানসহ স্প্রীট বোডের জন্য গোপালপুর ঘাটের যাত্রী ছাউনিতে অপেক্ষা করতে থাকেন।
এ সময় বখাটেরা গৃহবধূকে একা পেয়ে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করতে থাকে।
এদিকে, ঘটনার পর থেকে দুই ধর্ষকরা ভিডিওচিত্র ভাইরাল করার হুমকি দিয়ে গৃহবধূর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করতে থাকে।
অবশেষে কোনো উপায় না পেয়ে মঙ্গলবার নির্যাতিত গৃহবধূ ও তার স্বজনরা এঘটনায় চরভদ্রাসন থানায় অভিযোগ করেন।
বুধবার চরভদ্রাসন থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নাজনীন খানম জানান, এ ঘটনায় এক গৃহবধূ থানায় একটি অভিযোগ করেছে। উক্ত অভিযোগের ভিত্তিতে গৃহবধূকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলছে। বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে উক্ত কর্মকর্তা জানান।