• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম  বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ মার্চ ,২০২০ খ্রিঃ ।

একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি  রাশেদ খান মেনন বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ,  বেগম সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, আঃ কঃ মঃ সরওয়ার জাহান এবং বেগম আরমা দত্ত  অংশগ্রহণ করেন।

৭ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশের সকলকে মুজিববর্ষের শুভেচ্ছা জানানো হয়। এ সময় জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বৈঠকে বঙ্গবন্ধুকে সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রুপকার হিসেবে আখ্যায়িত করে যারা তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলার চেস্টা  করেছিল তাদের প্রচেস্টা ব্যর্থ করে তিনি আরো শক্তিশালী ও বিশ্বনন্দিত মানুষ হিসেবে ফিরে এসেছেন মর্মে মন্তব্য করা হয়।

বৈঠকে করোনা  ভাইরাস নিয়ে আলোচনা করা হয়। এসময় করোনা ভাইরাসে সারা পৃথিবী স্তম্ভিত মর্মে উল্লেখ করা হয়।  এ ভাইরাস কোন সীমানা মানছে না এবং এ ভাইরাস ইউরোপ ও আমেরিকাসহ  উন্নত বিশ্ব প্রতিরোধে ব্যর্থ  উল্লেখ করে এর প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সকল মন্ত্রণালয় ও দেশের সকল মানুষকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।

বৈঠকে শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) এর সার্বিক বিষয়ে তদন্ত করার নিমিত্ত গঠিত সাব-কমিটি প্রদত্ত প্রতিবেদনের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় । এ সময় কমিটি শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) বিষয়ে  সাব -কমিটি প্রদত্ত সুপারিশের আলোকে ট্রাস্টের জন্য একজন যোগ্য ও উপযুক্ত নির্বাহী পরিচালক দ্রুত নিয়োগের সুপারিশ করা হয়।

বৈঠকে পিআরএল ভোগরত কর্মকর্তাদেরকে শিক্ষা সফরে বিদেশে মনোনয়ন না দেয়ার সুপারিশ করা হয়। এছাড়াও সামাজিক নিরাপত্তা কার্য্ক্রমের আওতায় বয়স্ক ভাতা ও বিধবা ভাতা প্রদানের ক্ষেত্রে ডাটাবেইজ তৈরী করে সুবিধাভোগীদের মধ্যে স্বচ্ছতার ভিত্তিতে অতিদ্রুত মন্ত্রণালয়কে ভাতা প্রদানের ব্যবস্থা  করার সুপারিশ করা হয়।

 

বৈঠকে প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০১৯ এর আলোকে প্রতিবন্ধী স্কুল স্বীকৃতি/ এমপিওভুক্তির জন্য বাছাইকরন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় এবং এ সকল স্কুল বাছাইকরনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত এমপিওভুক্তি কার্যক্রম  সম্পন্ন করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা  গ্রহণের  সুপারিশ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী, সমাজসেবা  অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়  এবং  বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের  সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।