ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামে আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন টিআই ও ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু শাহিদ মোল্যার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্হলে পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রন করে ৯ ব্যক্তিকে আটক করে। ওইদিন বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ঘটনাস্হলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত ৯ ব্যক্তিকে ৯০ হাজার টাকা জরিমানা করেন। আদালত সূত্রে জানা যায়, ১৮৬০ এর ৩৫৫ ধারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন টিআইকে ২০হাজার, সহিদুল মোল্যা ১০ হাজার, নওশের আলী মোল্যা ৮ হাজার, শুকুর আলী মোল্যা ৮ হাজার, তারেক মোল্যা ৮হাজার, ইব্রাহিম মোল্যাকে ৮ হাজার, ইদ্রিস মোল্যা ১০ হাজার, আসাদ মোল্যা ১০ হাজার ও আতিয়ার তালুকদার ৮ হাজার টাকা জরিমানা করা হয়।