• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
আনসারীর জানাজা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে

আনসারীর জানাজা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন উপেক্ষা করে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় অংশ নেয় লাখো মানুষ। সারা বিশ্বে যখন প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত ও মারা যাচ্ছে সেখানে এভাবে গণজমায়েতের বিষয়টি নজরে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু জানিয়েছে, তারা এ বিষয়ে কথা বলতে খেলাফত মজলিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। তবে কাউকে পাওয়া যায়নি। তবে দলটির এক সহযোগী সংগঠনের নেতা জানিয়েছেন, জানাজায় বিপুল সংখ্যক লোকের উপস্থিতি আনসারীর জনপ্রিয়তার প্রমাণ। তবে বিপুল সংখ্যক লোকের এই জড়ো হওয়া ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

বার্তা সংস্থা এএফপি বলেছে, আনসারির পরিবার পুলিশকে জানিয়েছিল জানাজায় ৫০ জন অংশগ্রহণ করবে। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেনের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, লোকজন স্রোতের মতো এসেছে। বিপুলসংখ্যক মানুষের কাছে পুলিশ ছিল অসহায়।

আউটলুক ইন্ডিয়া অবশ্য জানাজায় অংশগ্রহণকারীদের সংখ্যা এক লাখ নয় বরং প্রায় ৫০ হাজার বলে দাবি করেছে। সরকারের সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা ভঙ্গ করে তারা এই জানাজায় যোগ দেয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।