• ঢাকা
  • রবিবার, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
চীনকে ট্রাম্পের হুঁশিয়ারি

চীনকে ট্রাম্পের হুঁশিয়ারি

করোনাভাইরাসের সংক্রমণ চীন থেকে শুরু হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর এ মহামারির জন্য চীনকেই দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। শনিবার হোয়াইট হাউজ ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে হুঁশিয়ার করলেন তাদের।

করোনা মোকাবিলায় বেইজিংয়ের কৌশলের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, ‘চীনে এটা (মহামারি) শুরু হওয়ার আগেই থেমে যেতে পারতো, কিন্তু হয়নি। এখন পুরো বিশ্ব ভুগছে।’

করোনাভাইরাস সংকট মোকাবিলায় যেখানে সবার সহযোগিতার দাবি করছেন বিশেষজ্ঞরা, তখন বিশ্বের দুই পরাশক্তি কথার যুদ্ধে নেমেছে। কদিন আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে উহানের ল্যাবে করোনার উৎপত্তি হয়েছে। এনিয়ে তদন্তও শুরু করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা সংস্থা। যদিও চীন এ দাবি নাকচ করে দেয়। এছাড়া চীনের পক্ষপাতিত্বের অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তহবিল বন্ধের ঘোষণা দিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট। সব মিলিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে।

নতুন করে ট্রাম্পের হুঁশিয়ারি এই সম্পর্কে আরো আগুন ঢাললো। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এটা যদি ভুল হয়, ভুল তো ভুলই। কিন্তু তারা যদি দায়ী থাকে, তাহলে নিশ্চয় তাদের পরিণতি ভোগ করতে হবে।’ যুক্তরাষ্ট্র কী ব্যবস্থা নেবে তা বলেননি ট্রাম্প।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।