রাজশাহীতে আরও ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহীর দুটি ল্যাবে আজ শুক্রবার নমুনা পরীক্ষায় এসব কোভিড-১৯ রোগী শনাক্ত হন। এর মধ্যে রাজশাহীর বাসিন্দা ১২ জন। এদের মধ্যে ৯ জনই আছেন রাজশাহী মহানগরীতে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন ৯২টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে ১০ জনের রিপোর্ট পাওয়া গেছে করোনা পজিটিভ।
তারা হলেন- রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রেজানুর রহমান (৫৮), শিউলী খাতুন (৩০), মো. কামরুজ্জামান (৩২), রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন মামুনুর রশীদ (৩৯), মুনসুর রহমান (৪৫), নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুন্নাহার (৪০), ১ নম্বর ওয়ার্ডের মাজিদা বেগম (৪৮), ৮ নম্বর ওয়ার্ডের মনোয়ার হোসেন (৪৯) এবং মোহনপুর উপজেলার মাসুদ (৩৫) ও মমতাজ (২২)।
অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, শুক্রবার তাদের ল্যাবে দুই শিফটে ১৮২টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে ১২টি নমুনায় করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহী মহানগরীর বাসিন্দা একজন এবং রাজশাহীর চারঘাট উপজেলার একজন। বাকি ১০টি নমুনার মধ্যে সাতজন পাবনার বাসিন্দা এবং তিনজন নাটোরের।
নতুন ১২ জন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলা ও মহানগরে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়ালো। নাটোরে আক্রান্তের সংখ্যা হলো ১১৯ জন। আর পাবনায় আক্রান্তের সংখ্যা এখন ২৬৮ জন।