মনির মোল্যা,ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় বিদেশ ফেরত ২ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতী প্রু।
বৃহস্পতিবার বিকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বড়শ্রীবরদী গ্রামের আজিজুল হকের ছেলে হাফিজুর রহমান(৪০) কে ১০ হাজার টাকা জরিমানা করেন। হাফিজুর ১৩ মার্চ পর্তুগাল থেকে বাংলাদেশে আসে। বাড়ীতে এসে সে বাজার, আত্নীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে ঘুরাঘুরী করছিল। সন্ধ্যায় ফুলসুতী ইউনিয়নের হিয়াবলদী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মজিবুর রহমান(৩৭)কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। মজিবুর গত ১২ মার্চ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করছিল।
নগরকান্দায় করোনা ভাইরাস প্রতিরোধে ২’শত ২৪ জন বিদেশ ফেরত যাত্রীর তালিকা নিয়ে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
এদের মধ্যে ৯৭ জনকে সনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকীদের খুঁজছে উপজেলা প্রশাসন।