• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং
বোয়ালমারীতে সরকারী খাল দখল করে ভবন নির্মাণ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে এক ওষুধ ব্যবসায়ী সরকারী খাল দখল করে আরসিসি পিলার করে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ীর ইন্দ্রজিত। সে সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের বাসিন্দা।

জানা যায়, মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের সাতৈর বাজারের পশ্চিমপাশে ইন্দ্রজিত নামের একজন ব্যবসায়ীর নিজের জমির উপর এক তলা ভবন বিশিষ্ট বিশ্বাস ফার্মেসী নামের একটি দোকান রয়েছে। সাথেই পশ্চিমপাশে রয়েছে সরকারী খাস খতিয়ানের পানি উন্নয়ন বোর্ডের খাল। যার দাগ নম্বর ১০০৬। পিছনে ওই খাল অবৈধ ভাবে দখল করে আরসিসি পিলার করে নতুন ভবন নির্মাণ করছেন ওই ব্যবসায়ী।

এ ব্যাপারে ব্যবসায়ী ইন্দ্রজিত বলেন, আমার এখানে ১ শতাংশ জমি আছে। আমার জমিতেই ভবন নির্মাণ করছি। সরকারী কোন জায়গা দখল করে ভবন করছি না।

স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, ইন্দ্রজিত তার দোকানের পিছনে সরকারী খাল দখল করে অবৈধ ভাবে ভবন নির্মাণ করছেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। সরেজমিন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।