তারাকান্দায় ১ কেজি গাজাঁসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাজাঁসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে টহল দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এর দিকনির্দেশনা এস.আই মোঃ আব্দুস সবুর,এ.এস.আই নোমান ও মামুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কামারগাঁও ইউনিয়নের রাজদারিকেল বাজার থেকে এক কেজি গাজাঁসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে। ধৃত মাদক কারবারিরা রাজদারিকেল গ্রামের মোঃ কালাচাঁন মিয়ার পুত্র মোঃ শিপন মিয়া (৩০) এবং ওয়াই গ্রামের এখলাছ উদ্দিনের পুত্র মোঃ মিলন মিয়া (২৭)।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ধৃত মাদক ব্যবসায়ীদের নামে মামলা রুজু হয়েছে। আজ শুক্রবার ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।