করোনা রোগীর জানাজায় অংশ নিলেন রাজশাহী -৩ আসনের এমপি আয়েন উদ্দিন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যাওয়া ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ শহিদুল্লাহ প্রামাণিকের জানাযায় অংশ নিয়েছেন এমপি আয়েন উদ্দিন। আজ শনিবার বাদ যোহর মোহনপুরে তার জানাযা অনুষ্টিত হয়।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগী মারা গছেন। তার নাম ড. মো. শহীদুল্লাহ প্রামানিক (৫৫)। বাড়ি নগরীর পদ্মা আবাসিক এলাকার সাত নম্বর রোডে।জানা গেছে- কয়েকদিন আগে তার করোনা পজিটিভ রিপোর্ট হয়েছিল। ড. শহীদুল্লাহ প্রামানিকের গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামে। বাবার নাম মৃত হাবিবুল্লাহ প্রামানিক।
প্রথমে তিনি মিশন একাডেমি তে ভর্তি ছিলেন। পরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার এক ছেলে এক মেয়ে। আজ তাদের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। গত ৩ জুন তার করোনা পজিটিভ ধরা পড়ে।